ফরিদপুরে বিএডিসিতে চলছে হরিলুট।পর্ব (১)

ষ্টাফ রিপোর্টার: ফরিদপুরে বিএডিসির বীজ উৎপাদন খামারের কর্মকর্তা মনোয়ার হোসেন খাঁনের বিরুদ্ধে গুদামে মজুদকৃত বীজধান গোপনে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। গত ৩ ফেব্রুয়ারি রোজ বুধবার সকালে তাম্বুলখানার বিএডিসির বীজ উৎপাদনের গোডাউন থেকে ৪০বস্তা ধানের বীজ ভর্তি একটি ট্রাক বিএডিসির থেকে বের হওয়ার সময় আটক করেন স্থানীয় জনগণ।এলাকবাসী জানান, গত ৩ ফেব্রুয়ারি বুধবার বিএডিসির অফিস থেকে একটি ট্রাক বের হতে দেখে আমাদের সন্দেহ হয় এবং আমরা ট্রাকটি আটকাই। এ সময় ট্রাকে ধানবীজ ভর্তি অনেকগুলো বস্তা দেখতে পাই। শোরগোল শুনে বিএডিসির অসাধু কর্মকর্তা মোনোয়ার হোসেন খান এসে ট্রাকটি আবার ভিতরে নিয়ে যান।এ সময় তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বলেন,এই ধান আমাদের আর এক গোডাউনে যাবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এই খামারে যেদিন থেকে মোনোয়ার হোসেন খান এসেছেন। সেইদিন থেকেই সবাই কে ম্যানেজ করে, সব ধরনের বীজসহ অন্যান্য জিনিসপত্র (মাছ, বিভিন্ন ফল ইত্যাদি) গোপনে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। কেউ তার বিরুদ্ধে কোন ধরনের কথা বলতে সাহস পায় না। সাংবাদিকদের অনুসন্ধানে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি বুধবার বা বৃহস্পতিবারেও কোন বীজ ভবনের গোডাউনে আসেনি তাহলে এই ৪০ বস্তা ধানের বীজ এলো কোথা থেকে আর কোথায় নেওয়া হচ্ছে? এবিষয়ে সিনিয়র সহকারী খামার পরিচালক মোঃ মোনোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহারকৃত মুঠোফোনটি বারবার বন্ধ পাওয়া যায়।খোদ গোপন শুত্রে জানা যায় বিএডিসির কয়েকজন লেবার কে বেশি টাকার লোভ দেখিয়ে মাঝেমধ্যেই বিভিন্ন বীজ বিক্রি করে আসছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top