বিশ্ব ইজতেমায় অংশ নিতে যাওয়া আরেক মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে যাওয়া আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এতে বিশ্ব ইজতেমায় অংশ নিতে যাওয়া তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

নিহতের নাম আব্দুস সাত্তার (৭০)। সে নেত্রকোনা জেলার সদর থানার কুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার প্রথম পর্বের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী গিয়াস উদ্দিন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে ইজতেমা ময়দানে বমি করেন আবদুস সাত্তার। এ সময় তাকে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গতকাল বুধবার ইজতেমায় অংশ নিতে যাওয়া দুই মুসল্লি মারা যান। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ইউনুচ মিয়া (৬০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জামান (৪০)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top