পদোন্নতি পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহাসিন উদ্দিন ফকির। তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থেকে সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তার নতুন কর্মস্থল মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পার-২ বিভাগ বাংলাদেশ সচিবালয়ের যুগ্ম সচিব (পার-২) জাকিয়া পারভীন স্বাক্ষরিত আদেশ পত্র প্রাপ্তির মাধ্যমে 22 নভেম্বর পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। .
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আরএমও ডাঃ মঈন উদ্দিন সেতু বলেন, ডাঃ মহাসিন উদ্দিন স্যারের একটি হাসপাতাল পরিচালনার জন্য চিকিৎসা ও প্রশাসনিকসহ সব ধরনের দক্ষতা ছিল। ভাঙা হাসপাতালটিকে তিনি দুর্নীতি, অনিয়ম ও দালালমুক্ত রাখেন। আমরা তার অধীনে কাজ করে অনেক কিছু শিখেছি, এবং তাকে বিদায় জানানো কঠিন হবে।
এ বিষয়ে ভাঙ্গা স্বাস্থ্য কর্মকর্তা সদ্য পদোন্নতি পাওয়া ডা. মহাসিন উদ্দিন বলেন, এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও ভাঙ্গা উপজেলার জনগণের সার্বিক সহযোগিতায় আমি সত্যিই সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করেছি। ভাঙ্গাবাসীর আন্তরিকতা ও ভালোবাসা কখনো ভুলবো না।
অন্যদিকে ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, ডাঃ মাহাসিন একজন যোগ্য কর্মকর্তা ছিলেন, তিনি বন্ধ হয়ে যাওয়া হাসপাতালগুলোকে সার্টিফিকেট লেনদেন থেকে বিরত রেখেছেন, বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের দালালদের বন্ধ করেছেন যারা জোরপূর্বক রোগী নিয়ে যায়। ভাঙ্গা উপজেলার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেখেছি। আমরা তার পদোন্নতির জন্য অভিনন্দন সহ উত্তরত্তোর সাফল্য কামনা করছি। ভাঙ্গার মানুষ তাকে আজীবন মনে রাখবে। আমরা তাকে একটি দুর্দান্ত বিদায় দেব।