ফরিদপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ২৩ হাজার টাকা, ফরিদপুরে বিভিন্ন ইলেকট্রনিক্স শো-রুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার দুপুরে শহরের আলিপুর বাণিজ্যিক এলাকায় অবস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স শো-রুমে এ অভিযান চালানো হয়।
বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের কোম্পানীর দাম সম্বলিত ট্যাগ তুলে ফেলে বেশী দামের ট্যাগ লাগিয়ে বেশী দামে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করার দায়ে অভিযানে দুইটি প্রতিষ্ঠানের মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানের কয়েকটি পণ্যের দাম নিয়ে বিভ্রান্তি থাকায় সেই প্রতিষ্ঠানের মালিককে শুনানির জন্য তলব করা হয়েছে।
আরও পড়ুনঃ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ফরিদপুরে BYSO এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। তিনি জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানীর শো-রুম গুলোতে ইলেকট্রনিক্স পণ্যের নির্ধারিত দাম তুলে ফেলে নতুন করে বেশি দাম লিখে তা বিক্রি করা হচ্ছিল।
এমন অভিযোগের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল সার্জনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Pingback: ফরিদপুরে বাসের মধ্যে বৈদ্যুতিক খুঁটি ঢুকে নি'হত ১