ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পৌর মেয়রের স্ত্রী ও ছেলে সহ নিহত ৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পৌর মেয়রের স্ত্রী ও ছেলে সহ নিহত ৩, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার (৩রা মার্চ) আনুমানিক রাত সাড়ে ৮টার সময় উপজেলার ঢাকা খুলনা মহসড়কের কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নগরকান্দার পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), মেয়রের ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২৫) ও মেয়রের সঙ্গী কামাল হোসেন (২৭)।

আত্বীয় সূত্রে জানা যায়, পরিবার সহ ভাঙ্গায় গিয়েছিলেন মেয়র। সেখান থেকে মাইক্রোবাসে করে ফিরছিলেন তারা। ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দার কাইলার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয় তাদের গাড়ীর।

এতে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী ও সঙ্গী মারা যান। আহত অবস্থায় ছেলে গোবিন্দ চন্দ্রকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর মেয়রকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top