পিতা-মাতা সন্ধান চান, হারিয়ে যাওয়া ছেলে “রকির”

মোঃ সৈকত হাসান, ফরিদপুর। ফরিদপুর পৌরসভা ০৫ নং ওয়ার্ডের পূর্বগংগাবর্দী এলাকার দম্পতি, মোঃ সেলিম শেখ (৪০) ও রীনা বেগম (৩৫) এর ছোট ছেলে, রাকিবুল ইসলাম রকি (১৫) নিখোজ রয়েছে বলে জানিয়েছেন পরিবার।

নিখোজ এর বিষয়ে রকির মা মোসাঃ রিনা বেগম, ফরিদপুর কোতয়ালী থানায় একটি জিডি করেছেন, জিডি নম্বর ১৮৬৫ তারিখঃ ২৯/১০/২০২১।

জিডি সূত্রে জানা যায়, গত ২৪/১০/২১ তারিখ রাত ১০ঃ৪০ মিনিটের সময়, কাওকে কিছু না জানিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন আত্তীয়–স্বজন ও পরিচিত বন্ধুমহলের বাড়ীতে খোজা খুজি করা হয়, কোথাও তার কোন খোজ মেলেনি। অত:পর ২৯/১০/২১ তারিখে তারা প্রসাশনের স্বরনাপন্ন হন।

নিখোজ রকির ফুফু আসমা আক্তার নুপুর জানান, বাসায় ওর মায়ের সাথে রাগারাগি করার পর বের হয়েছে, এর পর থেকে আজ ৫/৬ দিন সব জায়গায় খোজাখুজি করছি, কোথাও পাচ্ছিনা। আমার পরিবারের সবাই অর শোকে খাবার খাওয়া ছেড়ে দিয়েছেন।
আমরা রকির সন্ধান চাই, আমার ভাইস্তা রকি আমার ভাই ভাবীর কোলে ফিরে আসুক এটাই চাই। আর যদি কেও রকির সন্ধান পান তাহলে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

পিতাঃ সেলিম শেখ  01736-784292 || ফুফুঃ আসমা আক্তার নুপুর 01768-598901

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top