জেলা প্রতিনিধি: নাটোর
নাটোরের গুরুদাসপুরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৭ বছরের ছেলেকে নিয়ে পালিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে ওই রাতেই গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে সৌদী প্রবাসী মো. আবুল বাশারের (৩২) সঙ্গে মো. নিজাম উদ্দিনের মেয়ে সম্পা খাতুনের (২৫) ২০১৩ সালে বিয়ে হয় সম্পা খাতুনের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাগুড়া গ্রামের। বিয়ের চার মাস পর স্ত্রীকে রেখে সৌদি আরবে যান আবুল বাশার। বিয়ের এক বছর পর তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়।
গতবছর ২০২০ সালের সেপ্টেম্বর মাসে করোনা প্রকোপের জন্য সৌদি থেকে বাশার নিজ দেশে আসেন। বাসায় ফিরে আসার কিছুদিনের মাঝেই মামলার বাদী আবুল বাশারের মা অসুস্থ হয়ে পড়লে মাকে নিয়ে হাসপাতালে যায়, মা ও ছেলের অগোচরে বাড়িতে থাকা ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা ও তার ৭ বছরের সন্তান মো. বাধন পারভেজকে নিয়ে পালিয়ে যান স্ত্রী সম্পা খাতুন।
প্রবাসী আবুল বাশার জানান, তিনি তার স্ত্রী সন্তানকে খুব ভালোবাসতেন। তাদের কোনো চাহিদা কখনও অপূর্ণ রাখেননি। সৌদি থাকা অবস্থায় তার স্ত্রী সম্পা খাতুনকে তিনি দুই বার ওমরা হজও করিয়েছেন। পালিয়ে যাওয়ার বিষয়টি তার স্ত্রীর পরিবারকে জানানো হয়েছে। আবুল বাশার আরও জানান, আমার স্ত্রী-সন্তানকে খুঁজে পেতে কেও সাহায্য করলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে ।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তাদের সন্ধান পাওয়া যাবে।