২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন জি বাংলায় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’-এর মঞ্চ থেকে এসে তিনি এখন পুরোদস্তুর অভিনেতা পাভেল। পর্দায় ছোট ছোট চরিত্রে সঠিকভাবে অভিনয় করেও যে জমিয়ে তোলা যায় সেটা দেখিয়ে দিচ্ছেন পাভেল।
পাভেলের সহজ স্বীকারোক্তি, তাকে ‘পাক্কা অভিনেতা’ হিসেবে পরিচিতি এনে দিয়েছে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’।
মীরাক্কেলের সেই সিজনে ফেসবুক ভোটে প্রথম হয়েছিলেন পাভেল। তবে চূড়ান্ত রায়ে তিনি হয়েছিলেন দ্বিতীয় রানারআপ। পরে দেশে ফিরে অভিনয়ে মন দেন। টুকটাক কাজ করে যাচ্ছিলেন। কিন্তু সেই কাজগুলোতে দর্শকদের মধ্যে ছড়াচ্ছিল না।
পাভেল বলেন, মীরাক্কেল থেকে ফিরে কাজ করেছি। কিন্তু সেই কাজগুলো অতোটা গ্রহণযোগ্যতা পায়নি। এখনকার ফ্রুটিকার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আশফাকুর রহমান রবিন ভাই আমাকে রেফারেন্স দেন অমি ভাইয়ের কাছে। অমি ভাই আমাকে সুযোগ দেয়ায় সেই সুযোগটা কাজে লেগেছে। এজন্য এই দুজন মানুষের কাছে আমার অসীম কৃতজ্ঞতা।
তিনি বলেন, বর্তমানে আমি যদি অভিনেতা পাভেল হয়ে থাকি তবে সেটা হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কারণে। সেখানে বজরা বাজারের জাকিরের চরিত্রটি আমাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এই নাটকের আগে অনেক অনেক নাটকে কাজ করেছি কিন্তু মানুষের নজরে আসতে পারিনি। কিন্তু গ্রহণযোগ্যতা বা মানুষের কাছে আমার পরিচিতি এনে দিয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’।
তিনি বলেন, ‘আগে মীরাক্কেলের বিভিন্ন পারফর্ম নিয়ে মানুষ আমাকে উৎসাহ দিত। কিন্তু ব্যাচেলর পয়েন্ট করার পর থেকে আমি বজরা বাজারের জাকির হয়ে উঠেছি। মানুষের সাথে দেখা হলেই এই নামে ডাকে। এছাড়া অমি ভাইয়ের অন্য নাটকের চরিত্রগুলোর কথা বলে।’
পাভেল জানান, এরপর কাজল আরেফিন অমির পরিচালনায় ফিমেইল, দই থেকে যতগুলো কাজ করেছেন মানুষ তাকে গ্রহণ করেছে। তার বাইরে যে চরিত্রগুলো নিয়ে স্ক্রিনে মজা করা যাবে মনে করেন সেগুলো করেন। বলেন, ‘গণহারে কাজ করি না।’