‘‘লগে আছি ডট কম’ এর এমডি গ্রেফতার

তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটকের প্রতিটি চরিত্রই দর্শকদের কাছে পরিচিত। তাদের নিয়ে ‘ব্যাচেলর ঈদ’ ও ‘ব্যাচেলর কোরবানি’ বানিয়ে ভালো সাড়া পেয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

এদিকে, চলমান বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের উন্মাদনার মধ্যে, ‘ব্যাচেলরস ফুটবল’ ২১ নভেম্বর রাতে মুক্তি পেয়েছে। নাটকটি মুক্তির মাত্র তিন ঘন্টার মধ্যে ১ মিলিয়ন ভিউ পেয়েছে, অমির নিজের রেকর্ড ভেঙেছে।

সোমবার (২৮ নভেম্বর) ইউটিউবে প্রকাশিত হবে সিরিজের নতুন পর্ব। এই পর্বে ‘লাগে আছি ডটকম’-এর এমডি মুসাফির সৈয়দ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। এদিকে বিকেলে সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দর্শকদের মাঝে টুইস্ট দিয়েছেন অমি।

এ প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি জানান, এই নাটকে এলাকার প্রিয় বড় ভাই বাচ্চু লগে আছি ডটকম থেকে কোটি কোটি টাকার অর্ডার নেন। কিন্তু সঠিকভাবে ডেলিভারি না করায় জনগণ তার বিরুদ্ধে মামলা করে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, শুভ ও হাবু ‘লগে আছি ডটকম’-এ প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন। কিন্তু দিনশেষে তারা বিরাট ধরা খায়। শেষ পর্যন্ত কী হয় তা জানতে নাটকটি দেখতে হবে।

0 thoughts on “‘‘লগে আছি ডট কম’ এর এমডি গ্রেফতার”

  1. Pingback: 'লাগে আছি ডটকমের এমডি গ্রেফতার' ছবির পেছনের গল্প কী?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top