ঝিনাইদহ টু ঢাকা গোল্ডেন লাইন পরিবহনের সময়সূচি-

ঝিনাইদহ টু ঢাকা গোল্ডেন লাইন পরিবহনের সময়সূচি। এবার ঝিনাইদহবাসীর জন্য সুখবর নিয়ে এলো দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় পরিবহন গোল্ডেন লাইন পরিবহন। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গের পরিবহন সেক্টরে এক ধরনের প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। সেই প্রতিযোগিতাকে আরো গতি দিতে এবার ঝিনাইদহ থেকে সরাসরি বাস সার্ভিস চালু করলো দেশের পরিবহন সেক্টরের জনপ্রিয় পরিবহন।

এখন পর্যন্ত গোল্ডেন লাইন সবচেয়ে বেশি সেবা দিয়ে আসছে ফরিদপুর টু ঢাকা। এই রুটে তারা ফরিদপুর থেকে গাবতলী ও পদ্মা সেতু হয়ে ফরিদপুর টু সায়দাবাদ ও কদলতলী যাতায়াত করতো। এছাড়াও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গেও রয়েছে এদের বেশ কিছু বাস সার্ভিস যেগুলো নিয়মিত চলাচল করছে।

পদ্মা সেতু চালু হওয়ার আগে দক্ষিণবঙ্গে শুধু অল্প কিছু বাস সার্ভিস ছিল ও অল্প কিছু বাস নিয়ে তারা তাদের সেবা দিয়ে আসছিল। কিন্তু সম্প্রতি পদ্মা সেতু চালু হওয়ার পর এ অঞ্চলের পরিবহন সেক্টরে নিয়মিত নতুন বাস রোডে আনছে এবং এক সার্ভিস থেকে অন্য সার্ভিস সেরা সেবা দেয়ার প্রতিযোগিতায় নেমেছে।

সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের জনপ্রিয়তার শীর্ষে থাকা গোল্ডেন লাইন পরিবহন সম্প্রতি তাদের সেবা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ থেকে পদ্মা সেতু হয়ে সরাসরি ঢাকা পর্যন্ত তাদের বাস সেবা শুরু করল।

এখন ঝিনাইদহ থেকে তাদের নতুন রুট হবে-

ঝিনাইদহ থেকে পদ্মা সেতু হয়ে কদমতলী-বাবুবাজার ব্রীজ।

ঝিনাইদহ থেকে পদ্মা সেতু হয়ে যাত্রাবাড়ী-সায়দাবাদ-আব্দল্লাহপুর চলাচল করবে।

আরও পড়ুনঃ গোল্ডেন লাইন(Golden Line)পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার ও ভাড়া বিস্তারিত

চলুন জেনে নেওয়া যাক ঝিনাইদহ কাউন্টার থেকে গাড়ি ছাড়ার সময়সূচি :

ঝিনাইদহ থেকে পদ্মা সেতু হয়ে কদমতলী পর্যন্ত সময়সূচি-

ক্রঃনং গন্তব্য সময় বাসের ধরণ
০১. কদমতলী ভোর- ০৫.০০ নন-এসি
০২. কদমতলী ভোর- ০৫.৩০ নন-এসি
০৩. কদমতলী সকাল- ০৬.৩০ নন-এসি

এই সকল বাসই ঝিনাইদহ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশ করবে।

আরও পড়ুনঃ মাগুরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা গোল্ডেন লাইন বাসের সময়সূচি ও ভাড়া

ঝিনাইদহ থেকে পদ্মা সেতু হয়ে সায়েদাবাদ চলাচলের সময়সূচি-

ক্রঃনং গন্তব্য সময় বাসের ধরণ
০১. সায়েদাবাদ সকাল- ০৭.৩০ নন-এসি
০২. সায়েদাবাদ সকাল- ১০.০০ নন-এসি
০৩. সায়েদাবাদ সকাল- ১১.০০ নন-এসি
০৪. সায়েদাবাদ দুপুর- ১২.০০ নন-এসি
০৫. সায়েদাবাদ বিকাল- ০৩.০০ নন-এসি
০৬. সায়েদাবাদ বিকাল- ০৩.০০ নন-এসি
০৭. সায়েদাবাদ বিকাল- ০৪.৩০ নন-এসি
০৮. সায়েদাবাদ বিকাল- ০৫.৩০ নন-এসি
০৯. সায়েদাবাদ সন্ধ্যা- ০৭.০০ নন-এসি
১০. সায়েদাবাদ রাত- ০৮.০০ নন-এসি
১১. সায়েদাবাদ রাত- ১১.০০ নন-এসি
১২. সায়েদাবাদ রাত- ১২.০০ নন-এসি

আরও পড়ুনঃ গোল্ডেন লাইন(Golden Line)পরিবহনের কাউন্টার নাম্বার ও সময় সূচী

এই সকল বাসই ঝিনাইদহ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশ করবে।

0 thoughts on “ঝিনাইদহ টু ঢাকা গোল্ডেন লাইন পরিবহনের সময়সূচি-”

  1. Pingback: সাতক্ষীরা লাইন পরিবহনের সকল কাউন্টার নম্বর ও ভাড়ার তালিকা | Satkhira Line

  2. সাইফুল ইসলাম

    ঝিনাইদহ গোল্ডেন লাইন বাসের কাউন্টার নাম্বারে কল যায় না। সঠিক মোবাইল নাম্বার দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top