ফার্মেসি কোর্সের তথ্য

সি-গ্রেড ফার্মেসি কোর্সের তথ্যবর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও তুমুল চাহিদা সম্পন্ন কোর্স হলো ফার্মেসী কোর্স বা সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স। এই কোর্স করার মাধ্যমে আপনি একটি সার্টিফিকেট পাবেন এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি একটা ড্রাগ লাইসেন্স তৈরি করে একটি ঔষধের দোকান করতে পারবেন বা ফার্মেসী পরিচালনা করতে পারবেন। যারা কোর্সটি সফলতার সাথে সম্পন্ন ও পাশ করেন তাদেরকে সি-গ্রেডেড ফার্মাসিস্ট বলা হয়।

এই কোর্সটি করায় ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ (পিসিবি)। এই কোর্সের মেয়াদ তিন মাস। তিন মাস ক্লাস করে পরীক্ষার মাধ্যমে পাশ করলে আপনি সার্টিফিকেট পাবেন। এখন পর্যন্ত ৬১ টি ব্যাচ সম্পন্ন হয়েছে এবং ৬২ তম ব্যাচ চলমান।

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি হতে চাইলে আপনার যে যোগ্যতা প্রয়োজন-

* আবেদনকারীকে SSC অথবা সমমান পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
* বয়স ১৭-৫০ এর মধ্যে হতে হবে।
* যে কোনো ড্রাগলাইসেন্স প্রয়োজন হবে।
* এবং সকল কাগজপত্র কোনো ১ম শ্রেনীর গেজেটেড সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে।

* এই কোর্সে ভর্তি হতে আগ্রহী অনেকের বিভিন্ন প্রশ্ন থাকে যেমন-

প্রশ্ন: ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে?
উত্তর: পিসিবির ওয়েবসাইটে নজর রাখতে হবে আপনাকে।

প্রশ্ন: সকল জেলা থেকে আবেদন করতে পারবো কি?
উত্তর: হ্যাঁ, বর্তমানে সকল জেলাতেই কোর্স করানো হয়।

প্রশ্ন: আবেদনের পর পোর্টালে লগইন করে তথ্য দেখতে চাইলে-
উত্তর: আপনার “Username” নাম এর সাথে “tc_” যুক্ত করে চেষ্টা করতে হবে । যেমন: tc_salman।

প্রশ্ন: নিজ জেলা বাদে অন্য জেলা থেকে আবেদন করা যাবে কি না?
উত্তর: হ্যাঁ, আপনি যেকোনো সেন্টার থেকে আবেদন করতে পারবেন তবে যে সেন্টার থেকে আবেদন করবেন সেই সেন্টার থেকে কোর্স্টি সম্পন্ন করতে হবে।

প্রশ্ন: এক জেলায় আবেদন করে অন্য জেলায় পরীক্ষা বা ক্লাস করতে পারবো কি না?
উত্তর: না, যে জেলা থেকে আবেদন করবেন সেই জেলা থেকেই পরীক্ষা বা ক্লাস করতে হবে।

প্রশ্ন: আবেদন ফি কত টাকা করে?
উত্তর: কোর্স ফি এবং পরীক্ষার ফি বাবদ ৩৮৬০ টাকা যা বর্তমানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হয়।

প্রশ্ন: সকল কাগজপত্র কি সত্যায়িত করতে হবে?
উত্তর: হ্যাঁ , প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা।

see more Govt Diploma in Agriculture Institutions List

প্রশ্ন: আসন সংখ্যা কতটি?
উত্তর: যখন আপনি আবেদন করবেন অনলাইনের মাধ্যমে তখন আসনসংখ্যা দেখানো হবে এবং যদি আসন সংখ্যা পূর্ণ হয়ে যায় তবে আপবনার আবেদন নেবে না।

প্রশ্ন: কিভাবে গ্রেড-সি আবেদন করবো?
উত্তর: তাদের নিজস্ব ওয়েবসাইট https://pcbapps.com.bd/application/panel এ গিয়ে আবেদন করতে হবে।

প্রশ্ন: আবেদন পত্র বাংলাতে না ইংরেজিতে করতে হবে?
উত্তর: ইংরেজিতে আবেদনপত্র পূরণ করতে হবে।

প্রশ্ন: আবেদন পত্র ডাউনলোড করতে হবে কি?
উত্তর: না, আপনাকে অনলাইনে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

প্রশ্ন: ক্লাস কি অনলাইনে হবে নাকি স্ব-শরীরে করতে হবে?
উত্তর: স্ব-শরীরে করতে হবে।

see more ড্রাইভিং লাইসেন্স প্রাকটিক্যাল লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: জাতীয় পরিচয় পত্র এর পরিবর্তে কি পাসপোর্ট ব্যবহার করা যাবে?
উত্তর: না।

0 thoughts on “ফার্মেসি কোর্সের তথ্য”

  1. Pingback: ৬৩তম সি-গ্রেড ফার্মেসী কোর্সের বিস্তারিত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top