মিসেস ইউনিভার্স বাংলাদেশ’র আয়োজক দম্পত্তি গ্রেফতার
টাকা আত্মসাৎ করা , ভয়ভীতি দেখানো সহ আরো হুমকির অভিযোগে মিসেস ইউনিভার্সেস বাংলাদেশের এবারের প্রতিযোগী ‘মিসেস এশিয়া বাংলাদেশ’ বিজয়ী খাদিজা আক্তার রাহা’র করা মামলায় গ্রেফতার হয়েছেন প্রতিযোগিতার আয়োজক দম্পতিকে গ্রেফতার করেছেন পুলিশ।
আরও পড়ূনঃ পরকীয়া সন্দেহে স্ত্রীকে টুকরো টুকরো করে কাটলেন স্বামী
বুধবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান থানায় তিনি এই মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, থাইল্যান্ডে মিসেস এশিয়া ইন্টারন্যাশনাল-২০২২ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেবে এই প্রতিশ্রুতিতে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। পরে তিনি টাকা চাইতে গেলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। গত ২০ নভেম্বর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল তার।
গুলশান থানার একটি সূত্রের মাধ্যে জানা যায়, মামলায় তদন্ত করার পর বিষয়টির সত্যতা পাওয়া যাআয় । পরে প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অপূর্ব ডকুমেন্টের মালিক অপূর্ব আবদুল লতিফ ও তার স্ত্রী জোনাকিকেও গ্রেফতার করেছেন পুলিশ।
এর আগে গুলশান থানায় গত ২৭ নভেম্বর আয়োজকের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন রাহা। জিডি নম্বর ১৯৪৪/২৭-১১-২০২২।
আরও পড়ূনঃ শুধু মেসির নাম বললেই বুকে গোল হয়ে যায়: পরীমনি
মামলার বাদী রাহা জানান, প্রতারণার অভিযোগে অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলার পরে অভিযুক্ত অপূর্ব আবদুল লতিফ ও তার স্ত্রী আফসানা হেলালিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি জানতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলীর ফোনে একাধিকবার কল ও এসএমএস করলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে থানার ডিউটি অফিসার জানিয়েছেন টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় অপূর্ব আবদুল লতিফ ও তার স্ত্রী আফসানা হেলালিকে গ্রেফতার করা হয়েছে। তারা থানায় আছেন।
আরও পড়ুনঃ এবার হিন্দি সিনেমায় জয়া আহসান
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার রাতে ভুক্তভোগী প্রতিযোগী রাহা প্রতারণার অভিযোগে গুলশান থানায় মামলা করেছেন। ওই মামলায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে।’