somoyerkhbor.com

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২

বাংলাদেশ বিমান বাহিনিতে নিয়োগ ২০২২। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে নিয়োগের বিজ্ঞপ্তী দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। আগ্রহী প্রার্থীগণ আগামী ১ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত জানতে নিন্মের লেখাটি পড়ুন।

পদসংখ্যাঃ

০১. শিক্ষা প্রশিক্ষক (পুরুষ):       স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান/গণিত/ইংরেজি রসায়ন/ব্যবস্থাপনা (স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বর) বিষয়ে স্নাতক ডিগ্রি/সমমান-এ ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে।

০২. সাইফার অ্যাসিস্টান্ট (পুরুষ): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিকম/বিএ/বিএসসি (স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম ১০০ নম্বর) / সমমান-এ ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে।

০৩. টেকনিক্যাল ট্রেড (পুরুষ):     এসএসসিতে (বিজ্ঞান) শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান।

০৪. নন-টেকনিক্যাল (পুরুষ):      এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান।

০৫. এমটিওএফ (পুরুষ):             এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.০ / সমমান।

০৬. প্রভোস্ট (পুরুষ ও মহিলা):    এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ /সমমান।

০৭. চিকিৎসা সহকারী (পুরুষ ও মহিলা):       এসএসসিতে জীব বিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ /সমমান।

০৮. পিএফএন্ডডিআই (মহিলা):    এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান।

০৯. আইটি সহকারী (পুরুষ):       এসএসসিতে (বিজ্ঞান) ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান।

১০. জিসি (গ্রাউন্ড কম্বেটিয়ার্স) (পুরুষ):  এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান।

১১. খেলোয়াড় (টেকনিক্যাল) (পুরুষ):   এসএসসিতে (বিজ্ঞান) শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান।

১২. খেলোয়াড় (নন-টেকনিক্যাল) (পুরুষ): এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।

১৩. মিউজিশিয়ান (মহিলা):              এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ২.৫/ সমমান।

আরও পড়ুনঃ বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন

অনলাইনে আবেদনের নিয়মাবলী:

অনলাইন পদ্ধতিতে সরাসরি এখানে ক্লিক করে  ওয়েবসাইটে ‘Apply Now এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ২০০/- (দুইশত টাকা) পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ‘Log in’ -এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।

অনলাইনে আবেদনের সময়সীমাঃ

০১ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।

আবেদনপত্র জমাদানের নিয়মাবলী:

০১। প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতঃ নিম্নবর্ণিত সনদ/কাগজ পত্রাদি লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবেঃ ১। সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং মার্কশীটেসমূহের সত্যায়িত ফটোকপি।

২। স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ (বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখসহ) এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ।

৩। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ (বার) কপি রঙিন ছবি (ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত)।

৪। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীতার জন্য অনুমতিপত্র।

৫। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি। অন্যান্য উত্তরাধীকারীদের ক্ষেত্রেঃ (ক) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র হিসেবে আবেদনপত্রের সহিত তাদের পিতার পিতা/পিতার মাতা/ মাতার পিতা/মাতার মাতা-এর (প্রযোজ্য ক্ষেত্রে) মুক্তিযোদ্ধা সনদের (যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) সত্যায়িত ফটোকপি।

(খ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি।

৬। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

৭। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি।

৮। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি ।

৯। জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলায় কোন কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি।

 

পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি:

বিভাগ ও জেলা:         সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য এই নিয়মাবলী প্রযোজ্য।

পরীক্ষা কেন্দ্র:            পরীক্ষা কেন্দ্র হবে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

আরও পড়ুনঃ ফেসবুক ব্লু ভেরিফাই করার নিয়ম

লিখিত ও অন্যান্য:

১৬ সেপ্টেম্বর ২০২২ থেকে ধারাবাহিকভাবে। এছাড়াও বিমান বাহিনীর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

পরীক্ষার সময়সূচি:

 

 

 

অযোগ্যতা:

১। বিমান/সেনা/নৌ/ বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্তকৃত বা অপসারিত।

২। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত ব্যক্তি ।

৩। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত ব্যক্তি ।

 

Exit mobile version