বাংলাদেশ বিমান বাহিনিতে নিয়োগ ২০২২। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে নিয়োগের বিজ্ঞপ্তী দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। আগ্রহী প্রার্থীগণ আগামী ১ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত জানতে নিন্মের লেখাটি পড়ুন।
পদসংখ্যাঃ
০১. শিক্ষা প্রশিক্ষক (পুরুষ): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান/গণিত/ইংরেজি রসায়ন/ব্যবস্থাপনা (স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বর) বিষয়ে স্নাতক ডিগ্রি/সমমান-এ ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে।
০২. সাইফার অ্যাসিস্টান্ট (পুরুষ): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিকম/বিএ/বিএসসি (স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম ১০০ নম্বর) / সমমান-এ ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে।
০৩. টেকনিক্যাল ট্রেড (পুরুষ): এসএসসিতে (বিজ্ঞান) শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান।
০৪. নন-টেকনিক্যাল (পুরুষ): এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান।
০৫. এমটিওএফ (পুরুষ): এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.০ / সমমান।
০৬. প্রভোস্ট (পুরুষ ও মহিলা): এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ /সমমান।
০৭. চিকিৎসা সহকারী (পুরুষ ও মহিলা): এসএসসিতে জীব বিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ /সমমান।
০৮. পিএফএন্ডডিআই (মহিলা): এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান।
০৯. আইটি সহকারী (পুরুষ): এসএসসিতে (বিজ্ঞান) ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান।
১০. জিসি (গ্রাউন্ড কম্বেটিয়ার্স) (পুরুষ): এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান।
১১. খেলোয়াড় (টেকনিক্যাল) (পুরুষ): এসএসসিতে (বিজ্ঞান) শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান।
১২. খেলোয়াড় (নন-টেকনিক্যাল) (পুরুষ): এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান।
১৩. মিউজিশিয়ান (মহিলা): এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ২.৫/ সমমান।
আরও পড়ুনঃ বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন
অনলাইনে আবেদনের নিয়মাবলী:
অনলাইন পদ্ধতিতে সরাসরি এখানে ক্লিক করে ওয়েবসাইটে ‘Apply Now এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ২০০/- (দুইশত টাকা) পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ‘Log in’ -এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের সময়সীমাঃ
০১ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।
আবেদনপত্র জমাদানের নিয়মাবলী:
০১। প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতঃ নিম্নবর্ণিত সনদ/কাগজ পত্রাদি লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবেঃ ১। সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং মার্কশীটেসমূহের সত্যায়িত ফটোকপি।
২। স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ (বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখসহ) এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ।
৩। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ (বার) কপি রঙিন ছবি (ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত)।
৪। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীতার জন্য অনুমতিপত্র।
৫। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি। অন্যান্য উত্তরাধীকারীদের ক্ষেত্রেঃ (ক) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র হিসেবে আবেদনপত্রের সহিত তাদের পিতার পিতা/পিতার মাতা/ মাতার পিতা/মাতার মাতা-এর (প্রযোজ্য ক্ষেত্রে) মুক্তিযোদ্ধা সনদের (যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) সত্যায়িত ফটোকপি।
(খ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি।
৬। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৭। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি।
৮। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি ।
৯। জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলায় কোন কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি।
পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি:
বিভাগ ও জেলা: সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য এই নিয়মাবলী প্রযোজ্য।
পরীক্ষা কেন্দ্র: পরীক্ষা কেন্দ্র হবে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
আরও পড়ুনঃ ফেসবুক ব্লু ভেরিফাই করার নিয়ম
লিখিত ও অন্যান্য:
১৬ সেপ্টেম্বর ২০২২ থেকে ধারাবাহিকভাবে। এছাড়াও বিমান বাহিনীর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষার সময়সূচি:
- নন টেকনিক্যাল ট্রেডের জন্যঃ মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, নেত্রকোনা, বান্দরবান, শেরপুর, খাগড়াছড়ি, বাগেরহাট, রাঙ্গামাটি, ফেনী, লক্ষীপুর, মৌলভীবাজার, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, মানিকগঞ্জ, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, নীলফামারী, সিলেট, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
- এমটিওএফ ট্রেডের জন্যঃ ঝালকাঠি, রাজবাড়ী, বান্দরবান, রাঙ্গামাটি, চুয়াডাঙ্গা, বাগেরহাট, শরিয়তপুর, মাগুরা, জয়পুরহাট, বরগুনা ও লালমনিরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
- জিসি ট্রেডের জন্যঃ পিরোজপুর, মেহেরপুর, ফরিদপুর, রাঙ্গামাটি, বান্দরবান, সাতক্ষীরা, নড়াইল, খাগড়াছড়ি, বরগুনা ও পঞ্চগড় জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।
অযোগ্যতা:
১। বিমান/সেনা/নৌ/ বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্তকৃত বা অপসারিত।
২। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত ব্যক্তি ।
৩। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত ব্যক্তি ।