ফেসবুক ভেরিফাই করার নিয়ম। আপনি যদি আপনার Facebook অ্যাকাউন্ট বা প্রোফাইলে আপনার নামের পাশে একটি নীল বৃত্তে একটি সাদা টিক দেখতে পান তাহলে কেমন হবে? একজন জনপ্রিয় এবং সুপরিচিত ব্যক্তি হিসেবে, আপনার নামের পাশে একটি ‘নীল-ব্যাজ’ থাকতেই পারে।
ভেরিফায়েড অপশন চালু হওয়ার পর থেকে ফেসবুক কর্তৃপক্ষ বলে আসছে যে, নীল-ব্যাজ প্রোফাইল বা পেজের পোস্ট ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য করতে সাহায্য করবে। একজন ক্রীড়াবিদ, সাংবাদিক, মডেল/তারকা, রাজনীতিবিদ হিসেবে ফেসবুক প্রোফাইল সহজেই ব্লু ভেরিভাই করা যায়। নির্দিষ্ট ক্যাটাগরির ফেসবুক পেজও ব্লু ভেরিফাই করা যাবে।
শুধুমাত্র নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রোফাইল বা পেজ যাচাই করেই ব্লু-ব্যাজ ফেসবুক থেকে পাওয়া যায়। প্রোফাইল বা পেজের সত্যতা নিশ্চিত করতে এবং ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে ফেসবুক দীর্ঘদিন ধরে এ ধরনের সুবিধা দিয়ে আসছে। ফেসবুক পেজ বা প্রোফাইলে মাত্র ৯ টি ধাপের মাধ্যমে এই ভেরিভাইয়ের কাজ সম্পন্ন করা যায়।
আরও পড়ুনঃ Mechatronics Engineering About
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজ ভেরিফাই করবেন,
০১. প্রথমে আপনাকে “এখানে ক্লিক করুন“ ঠিকানায় প্রবেশ করতে হবে।
০২. তারপর আপনার ফেসবুক পেইজ বা প্রোফাইল নির্বাচন করুন যা আপনি ভেরিফাই করতে চান।
০৩. তারপর কিছু নথি সংযুক্ত করুন যেমন- ড্রাইভিং লাইসেন্স/এনআইডি/পাসপোর্ট/ইউটিলিটি বিল পেপার/ট্যাক্স পেপার এই জাতীয় কাগজ।
০৪. তারপর আপনাকে বিভাগ বা ক্যাটাগরি নির্বাচন করতে হবে অর্থ্যাৎ আপনার প্রোফাইল টি কোন ক্যাটাগরিতে পরে।
০৫. আপনার নিজের দেশ নির্বাচন করুন।
০৬. আপনি কেন আপনার প্রোফাইল/পেইজ ভেরিফাই করতে চান, কে আপনাকে ফেসবুকে ফলো করে, কেন তারা আপনাকে ফলো করে তা এই পর্যায়ে ব্যাখ্যা করতে হবে।
০৭. যদি আপনার নিজের/প্রতিষ্ঠানের জন্য ভিন্ন নাম (এক/একাধিক) থাকে, তাহলে সেই নামগুলি লিখুন। অথবা উল্লেখ করুন কিভাবে একই নামের বানান বিভিন্ন ভাষায় অন্য ব্যক্তি বা একাডেমির কাছের উল্লেখ করা আছে।
০৮. তারপর আপনাকে 5 টি লিঙ্ক দিতে হবে। ব্যক্তি/প্রতিষ্ঠান সম্পর্কে 3-4টি জনপ্রিয় সংবাদ নিবন্ধ অন্তর্ভুক্ত করুন। ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির নিজের নামে প্রকাশিত সংবাদের লিঙ্কও দেওয়া যেতে পারে। এছাড়া এই ধাপে (নিজের) বিভিন্ন সোশ্যাল মিডিয়ার 1-2টি লিঙ্ক দিতে হবে।
০৯. সবশেষে Send বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে।
আরও পড়ুনঃ মটর ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন
Facebook কর্তৃপক্ষ সমস্ত তথ্য জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে আপনার আবেদনের বিপরীতে তাদের অবস্থান সম্পর্কে আপনাকে অবহিত করবে।