আর্জেন্টিনার বিপক্ষে হেরে আন্তর্জাতিক খেলায় অভিষেক হয় ব্রাজিলের

সবচেয়ে বেশি পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে হেরে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। ২০ সেপ্টেম্বর, ১৯১৪ সালে, ব্রাজিল প্রথমবারের মতো আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরেছিল।

জনপ্রিয় ফুটবল সাইট গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯১৪ সালের ম্যাচটি ব্রাজিলের প্রথম ম্যাচ হলেও আর্জেন্টিনা তার অনেক আগেই আন্তর্জাতিক অঙ্গনে হাঁটা শুরু করে। আলবিসেলেস্তে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯০১ সালে প্রতিবেশী উরুগুয়ের বিপক্ষে।

ল্যাটিন দেশগুলি নিজেদের মধ্যে ম্যাচ খেলত কারণ তাদের অন্যান্য মহাদেশের দেশগুলির সাথে খেলতে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হত।

আরও পড়ুন: জীবন বাঁচাতে সৌদি ফুটবলারকে জার্মানি পাঠানো হলো

এরই ধারাবাহিকতায়, ১৯১৪ সালে, আর্জেন্টিনা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) একটি দল পাঠাতে অনুরোধ করে। সেই অনুরোধে সাড়া দিয়ে, এফএ দক্ষিণ আমেরিকা সফরে ইংল্যান্ডের সাউদার্ন লিগের মধ্য-স্তরের দল এক্সেটারকে পাঠায়।

আরও পড়ুন: মেসিদের হারিয়ে যে পুরস্কার পেলো সৌদির ফুটবলাররা

আর্জেন্টিনায় খেলার পর দেশে ফেরার আগে ব্রাজিলেও খেলেছেন এক্সেটার। নির্বাচনের ইতিহাসও সেখানে শুরু হয়েছিল। রিও ডি জেনিরো এবং সাও পাওলোর দুটি ক্লাবের সেরা খেলোয়াড়দের নিয়ে ‘ব্রাজিল একাদশ’।

একই বছরের সেপ্টেম্বরে এক্সেটারের বিপক্ষে সেই ম্যাচটি ২-০ গোলে জেতার পর, আর্জেন্টিনা প্রথম জাতীয় দল হিসেবে খেলতে ব্রাজিলে যায়।

আরও পড়ুন: মেসিকে হারিয়ে বিশ্বকাপ জিতব: নেইমার

জিমনেসিয়াম স্টেডিয়ামে ৩-০ গোলে জয়ী বিজয়নিশানকে উড়িয়ে দেয় আর্জেন্টিনারা। আর্জেন্টিনার মিডফিল্ডার কার্লোস ইজাগুইরে একটি জোড়া গোল করেন, অপর গোলটি করেন অধিনায়ক অ্যাকুইলেস ম্যালফিনো।

এক সপ্তাহ পর আবারও একই মাঠে মুখোমুখি হয় দুই দল। ব্রাজিল প্রতিশোধ নেয় ১-০ গোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top