বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে অফুরন্ত সমর্থনের জন্য বাংলাদেশের ফুটবল ভক্তদের পুরস্কৃত করতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশটি। ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এ বিষয়ে আগামী বছর ঢাকায় আসবেন ক্যাফিরো। রোববার (১১ ডিসেম্বর) দক্ষিণ আটলান্টিক বার্তা সংস্থা মেরকোপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মারকোপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে চলমান ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসির প্রতি বাংলাদেশের অটুট সমর্থনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীরা এমনিতেই আর্জেন্টিনার ভক্ত। তবে কাতারে চলমান বিশ্বকাপে দারুণ আবেগ দেখিয়ে বিশ্বের নজর কেড়েছেন বাংলাদেশিরা।
আরও পড়ুনঃ আর্জেন্টিনার জয়ের পর নোবিপ্রবিতে আনন্দ মিছিল ও সেভেন আপ বিতরণ
এবার বিশ্বকাপে মেক্সিকো ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে মেসির গোলে উল্লাস করছে বাংলাদেশিদের একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং আর্জেন্টিনার মিডিয়া কভার করে।
আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। এতে বলা হয়েছে, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাকে ধন্যবাদ!
টুইটে বাংলাদেশি ভক্তদের সম্পর্কে আরও বলা হয়েছে, ‘ওরা আমাদের মতো ফুটবল পাগল!’
আরও পড়ুনঃ শুধু মেসির নাম বললেই বুকে গোল হয়ে যায়: পরীমনি
আর্জেন্টিনা ফুটবল দলের এই টুইটের পর দেশের মিডিয়া ও সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
মার্কোপ্রেস রিপোর্টে আরও বলা হয়েছে যে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামী বছর জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনে ভারত সফর করবেন। সেখান থেকে ঢাকায় দূতাবাসের প্রস্তাব চূড়ান্ত করতে বাংলাদেশ সফরে যাবেন ক্যাফিরো।
আরও পড়ুনঃ মেসির হাতে যখন ‘বাংলাদেশের পতাকা’
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করতে চায়। তারা বাংলাদেশে দূতাবাস খুলে বাণিজ্যে বৈচিত্র্য আনতে চায়। সূত্র: মার্কোপ্রেস এবং এনএনবি।
0 Comments on “বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে আর্জেন্টিনা”