ফরিদপুরের বেঁদে সম্প্রদায়ের মাঝে “আমরা করবো জয়” সংগঠনের শীতবস্ত্র বিতরণ!

শুক্রবার (২৭ নভেম্বের ২০২০) ফরিদপুর সদর উপজেলার বেঁদে সম্প্রদায়ের মাঝে মোট ৩৫ টি পরিবারের মাঝে ডাবল লেপ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা স্যার, কৃতজ্ঞতা রইলো ফরিদপুর জেলার পুলিশ সুপার আলিমুজ্জামান স্যারের প্রতি। এছাড়াও উপস্থিত ছিলেন আমরা করবো জয় সংগঠনের সাধারন সম্পাদক শরীফ খান, ত্রান ও দূর্যোগ কল্যান সম্পাদক মোঃ সজিব, সদস্য ফয়সাল ইকবাল, সদস্য আকাশ জয় We care এর সমন্বয়ক সঞ্জয় সাহা, এ্যাডভোকেট মেহেরুন নিসা স্বপ্না। আমরা করবো জয় সদস্য রাজকুমার পোদ্দার।

এ ব্যাপারে আমরা করবো জয় এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমেদ সৌরভ সময়ের খবর ডট কম প্রতিনিধিকে বলেন,
প্রথমধাপে আমরা করবো জয় সংগঠনের পক্ষ থেকে আজ বিকেলে মোট ৩৮ টি পরিবারের মাঝে ডাবল লেপ বিতরন করা হয়েছে। এ ধারা পুরো শীতের মৌসুমে পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
উল্লেখ্য আমরা করবো জয় সংগঠনটি ২০১৫ সাল থেকে সমাজের পিছিয়ে পরা মানুষদের নিয়ে কাজ করে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top