সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে রাজধানীর মিরপুর থেকে ইসরাত জাহান রেইলি ১৯ কে গ্রেফতার করেছে RAB-4

গতকাল ০৫ নভেম্বর ২০২০ রাত ০৮.০০ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল দারুসসালাম থানাধীন এলাকা হতে ধর্মীয় উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে ইসরাত জাহান রেইলি (১৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। মূলত সে নিজ নামে ০৭ টি ফেইসবুক আইডি, ০২ টি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেইসবুক পেইজ এবং টুইটার আইডি হতে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষী পোস্ট করে আসছে। তার একাধিক ফেইসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খোলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিলো। উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যাঙ্গচিত্র, বক্তব্য ও ধর্ম বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ উস্কানিমূলক সাইবার অপরাধীর বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে।

তথ্যসুত্রঃ RAB-4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *