কবিতা “সুমদ্র”

কবি – রুমা তাহেরা

সুমদ্র আমি তোমার মাঝেই বিলীন হবো।
একটু একটু করে তোমার অনন্তরুপী বিশালতায় নিজেকে হারাবো।
তোমার শীতল জলধারার পরশে আমার তপ্ত হৃদয়ে প্রশান্তির ফুল ফোটাবো।

তোমার স্তরে স্তরে সজ্জিত সুবিশাল ঢেউয়ে ঢেউয়ে ভেসে, আমি আছড়ে পড়বো পৃথিবীর দীর্ঘ তম সমুদ্র সৈকতে।
তুমি লুকোচুরি খেলার ছলে বিশাল জলরাশির ঢেউ তুলে আমাকে তোমার বুকে আলিঙ্গন করবে।

তোমার কোলে মাথা রেখে আমি পরম শান্তিতে ভেসে ভেসে সূর্যদোয় ও সূর্যাস্ত দেখবো দুচোখ ভরে।
তোমার স্বচ্ছ জলে ভালোবাসার ছন্দে দোল খেতে খেতে সাতার কাটবো, আর ক্লান্ত হলেই তোমার মোহনায় ঘুমিয়ে পড়বো।

কৌমুদী রাতের অপরুপ স্নিগ্ধতায় অমর প্রেমের পরশে তোমার নিঃশ্বাসে আমি নিঃশ্বাস হবো।
যদি কখনো ঝড় ওঠে আমাকে শক্ত করে ধরে রেখো তোমার বাহুডোরে।
আমি তোমাতই বিলীন হবো সমুদ্র।
আমাকে গ্রহণ করো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *