ফরিদপুরের নগরকান্দায় ইউএনওর কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছে গ্রামবাসীরা

ফরিদপুরের নগরকান্দায় ইউএনওর কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছে গ্রামবাসীরা

ফরিদপুরের নগরকান্দায় ইউএনওর কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছে গ্রামবাসীরা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম ও গোয়ালদী গ্রামের দাঙ্গাবাজরা দেশীয় অস্ত্র সমর্পণ করেছে। নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মইনুল হকের কাছে এসব অস্ত্র জমা দেন। তারা দাঙ্গায় লিপ্ত না হওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির।

দেশীয় অস্ত্র জমা দেয়া অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল প্রমুখ অতিথি ছিলেন।

এ ছাড়া বনগ্রাম ও গোয়ালদী গ্রামের বিবাদমান দুই পক্ষের নেতৃবৃন্দ বর্তমান ইউপি সদস্য রবিউল ইসলাম ও সাবেক ইউপি সদস্য আসাদ মল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনুল হক বলেন, আমরা সংঘাতমুক্ত আধুনিক নগরী গড়তে চাই। প্রশাসনের অভিযানে উৎসাহিত হয়ে বনগ্রাম ও গোয়ালদী গ্রামের দুই বিবাদমান পক্ষের সমর্থকরা নিজ উদ্যোগে ঢালসহ ৩৫টি দেশীয় অস্ত্র জমা দেয়। বিরোধ নিরসনে উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি গ্রামে দেশীয় অস্ত্র উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme