“জীবন রং” – কবিতা

কবি, রুমা তাহেরা.

যখন বর্ণীল জীবনের সকল রং

মিলেমিশে হয় একাকার,

বাকী থাকে শুধু সকল রুদ্ধ পথের

মরুময় একটি প্রান্তর।

যখন মনের মধ্যে প্রখর হয়ে ওঠে

কেবলই তোমার ছবি খানি,

তা আকাশে বাতাসে প্রতিধ্বনি হয়ে

ফিরে আসে ব্যর্থতা আনি।

এ অন্ধকার দিশাহীন জীবন যাত্রায়

আলো খুঁজি বার বার,

নীরবে নিভৃতে ক্লান্ত গোলকধাঁধায়

ফিরে আসি একাকিত্বে আবার।

যখন দিবানিশি আমার চোখে মুখে

বয়ে যায় যন্ত্রণার ক্লেশ,

তখন মন প্রাণ পেতে চায় তোমার

শুভ্র সতেজ হাসির রেশ।

যখন দেহ মনের কোনায় কোনায়

শিহরনে তোমার অনুভূতি,

তখন হৃদয়ে মিথ্যে জল্পনা কল্পনায়

আমার অতৃপ্ত আকুতি।

যখন মনের ইচ্ছেগুলো প্রবল হয়ে ওঠে

কিন্তু ছুঁতে পারিনা তোমায়,

বেদনার অনলে নিজ আত্নাকে দগ্ধ করে

ভেজাই চোখের কান্নায়।

যখন মধ্যরাতের গাঢ় অন্ধকারে

কাদে আমার নির্ঘুম চোখ,

তখন অশান্ত এ মনকে শান্ত করতে

দেখাই মিথ্যে স্বপ্নলোক।

যন্ত্রণার কোপানলে এভাবেই কাটে

এই জীবনের বারোমাস,

এমন নিষ্ঠুর নিয়তিতে হাসো তুমি

ধরিত্রী, তোমায় সাবাস।

 

আরও পড়ুনঃ কবিতা তোমার চোখে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *