কবি, রুমা তাহেরা
নীলিমার নীলাভ অরণ্যে ঝিরিঝিরি
স্বপ্ন দোলে মৃদু মলয়ে,
দ্বীপ্ত উল্লাসে জেগে ওঠে স্বর্গ সুখ
সুর প্রভার শব্দ বলয়ে।
হৃদয়ের গহীনে জাগে উত্তাল প্রেম
মন তটিনীর জল ধারায়,
অনুভূতির দুয়ারে শিহরণ জাগে
অস্থি, মজ্জা, ধমনী শিরায়।
চন্দ্রিমার ঝলমলে সুপ্ত আলোয়
মন ছোটে ভরা জোছনায়,
চঞ্চল প্রাণ একান্ত নির্জনে ছোটে
দিগন্তের স্বপ্ন মোহনায়।
নিত্য ভেসে চলি নদীর বুক ছুয়ে
সুদীর্ঘ সাগর কিনারায়,
পুলকিত মন উজ্জ্বল আলোয় জ্বলে
অন্তরিক্ষের লক্ষ তারায়।
শুভ্র বলাকার মতো দুলি নিজ চিত্তে
দুরন্ত ছন্দ মখমলে,
ঘুমন্ত চোখ চির উল্লাসে জেগে ওঠে
প্রেম তুমি আসবে বলে।
আরও পড়ুনঃ কবিতা – ‘তোমার চোখে’
আরও পড়ুনঃ কবিতা জীবন রং